Dr. Neem
Dr. Neem Hakim

জাককানইবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংসদের নতুন কমিটি


আগামী নিউজ | জাককানইবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৮:০৬ পিএম
জাককানইবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংসদের নতুন কমিটি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিতাস ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষিত হয়েছে। ২০২০- ২১ সালের জন্য ১ (এক) বছর মেয়াদি গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর)  সদ্য বিদায়ী সভাপতি এরশাদুল ইসলাম ও সাধারন সম্পাদক মিকাইল আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এছাড়া ৪৫ সদস্য বিশিষ্ট  এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক তুষার আল - তায়েবুর,অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম শাওন,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সিফাত হারুন আবদুল্লাহ। 

আগামীনিউজ/ হাসান