-20230910015936.jpg) 
                            ফাইল ছবি
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লার উপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলসহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণমিছিলের কর্মসূচি শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে আসলে তারা হামলার শিকার হন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সুমন সর্দার, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহিনুর রহমান শাহীন, তেজগাঁও কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিশকাত হোসেন গুরুতর আহত হন।
হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সুজন মোল্লার উপরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী সন্ত্রাসীরা জঙ্গি হামলা বেছে নিয়েছে। গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপোসহীন ছিল,আগামীতেও এক বিন্দু ছাড় দিবে না। রাজনীতির নামে সন্ত্রাসী বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না।অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দিবে।
এমআইসি
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)