Dr. Neem on Daraz
Victory Day

জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক জামাল উদ্দীন


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৬:২৭ পিএম
জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক জামাল উদ্দীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক জামাল উদ্দীন।

মঙ্গলবার (১৬ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, অধ্যাপক জামাল উদ্দীনকে  ১৯ই আগস্ট, ২০২২ পূর্বাহ্ন থেকে আগামী ৩৬ মাস অর্থাৎ তিন বছরের জন্য বিভাগটির সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হল। তিনি প্রচলিত নিয়মে সভাপতির সুবিধাদি ভোগ করবেন৷

অধ্যাপক জামাল উদ্দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাগত জীবন দেশি, বিদেশি বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন ।সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন।

বিভাগকে এগিয়ে নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রথমত পরিবেশ বিজ্ঞান বিভাগকে আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্যভাবে উপস্থাপন করাই প্রাথমিক লক্ষ্য । দ্বিতীয়ত করোনা পরবর্তী সেষনজট কমিয়ে এনে শিক্ষার্থীদের এগিয়ে নেয়া। তৃতীয়ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র অপরাপর বিভাগ ও ডিনদের সাথে সমন্বয় করে সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করা। সর্বপরি, বাংলাদেশের পরিবেশ উন্নয়নে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করে তাদের সচেতন করা।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে