Dr. Neem on Daraz
Victory Day

জাতীয় বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জাবির জেইউডিও


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০২:১৭ পিএম
জাতীয় বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জাবির জেইউডিও

ছবি: আগামী নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগানাইজেশন (জেইউডিও) এবং  রানার-আপ হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ (জেইউডিও) এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উৎসবের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, দর্শন বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ প্রমখ।

এর আগে, ঐ দিন সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগীতার সেমি-ফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

এবছর জেইউডিও ১৬তম আন্তঃবিশ্ববিদ্যালয়, ১০ম আন্তঃকলেজ ও ১০ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ে "জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১" আয়োজন করে। এতে ৩০০ জন বিতার্কিক অংশ গ্রহন করেন।
 
উৎসবে বাংলা সংসদীয় ধারার বিতর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি করে দল অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'ডিবেটার অব দ্য ফাইনাল' হন সিইউডিএস'র অর্জন ত্রিপুরা এবং 'ডিবেটার অব দ্য টুর্নামেন্ট' হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) এস এ সাগর।

বিতর্কে, কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ ও রানার আপ বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ। এবং স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বীরশেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার আপ সিলেট গভঃ পাইলট হাই স্কুল।

অন্যদিকে বারোয়ারী বিতর্কে প্রথম হয়েছেন সাদমান রহমান শাবাব (মনিপুর উচ্চবিদ্যালয়), দ্বিতীয় মিরাজুল ইসলাম (ঢাকা কলেজ) ও তৃতীয় হয়েছেন সৈয়দুর রহমান (ঢাকা কলেজ)।

এর আগে, গত ৮ অক্টোবর ‘কণ্ঠে ভাঙ্গুক কালের প্রাচীর"’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানেইজেশন (জেইউডিও) অনলাইনে ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ ‘প্রতিযোগিতার উদ্বোধন করে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে