Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

একসঙ্গে তিন বোনকে বিয়ে, যুবকের পোয়াবারো


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৬:০৮ পিএম
একসঙ্গে তিন বোনকে বিয়ে, যুবকের পোয়াবারো

ঢাকাঃ একসঙ্গে তিন বোনকে বিয়ে করেছেন যুবক। এতেই থেমে থাকেননি। বিয়ের পর নববধূদের কোলে চড়েছেন। এই আশ্চর্য প্রেমকাহিনী ও তিন ললনার কোলে দুলতে থাকা বরের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গোতে। যুবকের নাম লুবিগো। ৩২ বছরের যুবক বিয়ে করেছেন তিন বোন নাতাশা, নাতেলি ও নাদেগিকে। খবর প্রিমিয়াম টাইমস নাইজেরিয়ার

খবরে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে লুবিগোর প্রথমে পরিচয় হয়েছিল নাতেলির সঙ্গে। তারপর কথা এগোতে এগোতো হয় প্রেম। পরে নাতেলির সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান লুবিগো। পরে নাতেলির দুই বোনও তার প্রেমে পড়েন।

বিয়ের কথা বললেই নতুন শর্ত জুড়ে দেন তিন বোন। তাদের সাফ কথা- বিয়ে করলে তিন বোনকেই করতে হবে। রাজি হয়ে যান লুবিগো। 

তবে তিন বোনকে একসঙ্গে বিয়ের বিষয়টি যে অদ্ভুত তা নিজেও মানছেন লুবিগো। তিনি বলেন, 'আমার মা-বাবা এখনও বিশ্বাস করে উঠতে পারেননি ব্যাপারটা কী হল।'

তিন বোন একজনের সঙ্গেই সম্পর্ক করছেন- বিষয়টিকে কীভাবে নিয়েছেন তারা। এমন প্রশ্নের জবাবে তিন বোন জানিয়েছেন, ছোটবেলা থেকে নিজেরা সবকিছু শেয়ার করে আসছেন। সম্পর্কের বিষয়টিও একে অপরকে জানিয়েছেন এবং এতে সমস্যার কিছু দেখেননি তারা। 

লুবিগোকে স্বামী হিসেবে পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন নাতাশা, নাতেলি ও নাদেগি।

বিশ্বজুড়ে সম্পর্কচ্ছেদ বাড়ছে। এমন সময়ে তাদের দাম্পত্য জীবন আরও সুন্দর হোক ও উদাহরণ হয়ে থাকুক এমনটিই প্রত্যাশা নেটিজেনদের।

এসএসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে