Dr. Neem on Daraz
Victory Day

মুমিনুল-শান্তর বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১২:৪০ পিএম
মুমিনুল-শান্তর বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এ মুহূর্তে দলের হাল দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের হাতে।

আজ (শুক্রবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম দিনের লাঞ্চ বিরতির আগে ভালো অবস্থানে নেই। প্রথম সেশনে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ৬৯ রান।

শুরুটা ভালো করলেও ৩৩ রানে দুই ওপেনারের বিদায়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল। প্রথম ৬ ওভারে ৬টি বাউন্ডারিতে উদ্বোধনী জুটিতে ১৯ রান আসে। এরপর থেকেই যেন দ্রুত উইকেট পতনের সেই চিরাচরিত অভ্যাসে সামিল হয় টাইগাররা। ৩৩ রানে দুই উইকেট হারানোর পর আরো মাত্র ১৪ রান যোগ করতে পারেন শান্ত-মুমিনুল জুটি।
অফ স্পিনার সাজিদ খান বেশ ভোগাচ্ছিলেন মুমিনুল হককে। সাজিদের প্রথম ওভারে মুমিনুলের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হয় পাকিস্তান। অফ স্পিনারের পরের ওভার মেডেন খেলেন মুমিনুল।

এরপর অফস্পিন যুদ্ধে পরাজিত হন বাঁহাতি এই ব‍্যাটার। পরের ওভারের প্রথম বলেই ধরা পড়েন কিপারের গ্লাভসে। ১৫.১ ওভারে সাজিদ খানের বলে অধিনায়ক মুমিনুলকে কট বিহাইন্ডের আপিল উঠে। আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নেন বাবর আজন। সেই রিভিউতে সফল হন পাকিস্তান।

মুমিনুলের আউটের পর টেকেননি শান্ত। পরের ওভারেই সাজঘরের পথে রওনা দেন তিনি। ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের বাউন্সারে কাট করতে গিয়ে পয়েন্টে সাজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ৩৬ বলে ১৪ রান করে ফেরেন শান্ত।

এর আগে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ৫ম ওভারে আফ্রিদির ৩য় ডেলিভারিটি বাউন্সার ছিল। দ্রুত গতিতে আসা সেই বল খেলা তো দূরের কথা বলের লাইন থেকেই সরতে পারেননি সাইফ। ব্যাটিংয়ের কানায় লেগে ক‍্যাচ যায় শর্ট লেগে আবিদ আলির হাতে। তিন চারে ১২ বলে ১৪ রান করেন সাইফ। ভাঙ্গে ১৯ রানের উদ্বোধনী জুটি। ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাইফ।

সাইফের বিদায়ের পর তাকে অনুসরণ করেন আরেক ওপেনার সাদমান। ৮ম ওভারে হাসান আলির শেষ বলটিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান সাদমান। ওপেনার সাদমানাও ১৪ রানের বেশি করতে পারলেন না।

টেস্টেও ওপেনিংয়ে একই হাল

টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও কুড়ি ওভারের সংস্করণ ভুলে টেস্টে নিজেদের মনোযোগ রেখেছে বাংলাদেশ। কিন্তু ঘুরেফিরে টি-টোয়েন্টির সেই দৃশ্যগুলোই ফিরে আসছে। টেস্টেও যে ওপেনিংয়ের একই হাল! চট্টগ্রাম টেস্টে ৩৩ রান তুলতে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।

কুড়ি ওভারের বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ নতুন শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে। সেই শুরুতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে যায় সাইফের। কিন্তু যাচ্ছেতাই পারফরম্যান্সে এই ওপেনার শেষ টি-টোয়েন্টিতে খেলার সুযোগই পাননি। ‘প্রিয়’ ফরম্যাট টেস্টেও তার একই দশা। শাহীন আফ্রিদির বাউন্সারে ঘায়েল সাইফ। পাকিস্তানি পেসারের লাফিয়ে ওঠা বল তার হাতে লেগে উঠে গেলে সহজ ক্যাচটি নিতে অসুবিধা হয়নি আবিদ আলীর। ফেরার আগে ১২ বলে করে যান ১৪ রান।

আরেক ওপেনার সাদমানও টিকতে পারেননি বেশিক্ষণ। হাসান আলীর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ২৮ বলে ১৪ রান করে এলবিডব্লিউয়ের ফাঁকে পড়েন বাংলাদেশ ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ যাচ্ছেতাই কেটেছে। কুড়ি ওভারের বিশ্বকাপেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ব্যর্থতা কাটাতে এবার টেস্ট মিশনে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেই মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

আর এই টেস্ট দিয়েই পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসির আলীর। বাংলাদেশের টেস্ট দলে অনেক আগে সুযোগ মিললেও এই ব্যাটারের খেলার সুযোগ এলো এবারই। অন্যদিকে পাকিস্তানের একাদশেও নতুন মুখ আছে। অভিষেক হচ্ছে ওপেনার আব্দুল্লাহ শফিকের।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে