Agaminews
August

ছক্কা হাকিয়েও হাসির পাত্র আসিফ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২১, ০১:১৬ পিএম
ছক্কা হাকিয়েও হাসির পাত্র আসিফ

ঢাকাঃ ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স ক্রিকেট লিগের ইলিংওর্থ সেন্ট মেরি ও সোয়ারবাই সেন্ট পিটার্সের মধ্যকার ম্যাচ চলছিল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এটি। ব্যাটসম্যান আসিফ আলি তখন ১৭ বলে ১৯ রানে ব্যাটিং করছিলেন। দলীয় রান ৫ উইকেটে ১৩৭। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই ছক্কা মেরে খুশি হওয়ার কথা ছিল ব্যাটসম্যানের। কিন্তু খুশি তো দূরে থাক, বরং ছক্কা মেরেই হতাশ হয়ে পিচের ওপর বসে পড়েন তিনি।

সীমানার পাশের পার্কিং লটে রাখা ছিল আসিফের ভক্সহল জাফিরা গাড়ি। তারই মারা ছক্কাটি গিয়ে পড়ে ঠিক গাড়িটির ওপরে। ফলে গাড়ির পেছনের দিকের কাচ ভেঙে যায়। নিজের গাড়ির এই অবস্থা দেখে আসিফ আর স্থির থাকতে পারেননি। এইজন্যই ছক্কা মেরেও ব্যাট ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে পিচের ওপর বসে পড়েন তিনি। তার এই কাণ্ড দেখে উইকেটরক্ষক ফিল্ডাররাসহ দর্শকদের মাঝেও হাসির রোল পড়ে যায়।