Dr. Neem on Daraz
Victory Day

আবারও ক্রিকেটে ফিরছেন মাশরাফি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০, ০৯:২৭ এএম
আবারও ক্রিকেটে ফিরছেন মাশরাফি

ছবি সংগৃহীত

ঢাকাঃ আগামী নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনটি দলকে নিয়ে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের টুর্নামেন্টের স্কোয়াডে নাম নেই মাশরাফির। ম্যাশের না থাকা কারণ জানতে চাওয়া হয়েছিলো বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে। তিনি বলেন, কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন ম্যাশ। যা আগামী নভেম্বরে মাঝামাঝি সময়ে আমরা আয়োজন করবো।

তিনি আরো বলেন, কর্পোরেট লীগের নিয়ম-কানুন এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে তারা স্পষ্ট করেছে, ক্রিকেটকে মাঠে ফেরাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। করোনার কারণে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের ক্রিকেট বন্ধ হয়ে যায়।

পাপন জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে না। এটি বিপিএলের মতো নয়, একটি ছোট বাজেটের টুর্নামেন্ট হবে। তবে আমার মনে হয় না, লিগটি করতে কোনো সমস্যা হবে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে