Dr. Neem on Daraz
Victory Day

শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা রাঙ্গাতে চায় বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১০:০০ এএম
শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা রাঙ্গাতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকাঃ বিশ্বকাপ বাছাইপর্বের বাধা টপকে রবিবার সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সুপার টুয়েলভে তাদের মিশন শুরু করতে চায় জয় দিয়ে। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। সেটিও ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর বারবার খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এবার ভালো কিছু করার প্রত্যাশা টাইগারদের। 

অনেক যদি কিন্তু প্রশ্ন উত্থাপন করে অবশেষে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের সুপার টুয়েলভ মিশন।

প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে ধাক্কা। পরের দুই ম্যাচে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে দারুণ প্রত্যাবর্তনের গল্প। সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফর্ম্যান্স, মোহাম্মদ নইম ও অধিনায়ক মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে মুস্তাফিজ আর তাসকিনের ভয় ধরিয়ে দেওয়া বোলিং লাইন বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে ভালো কিছুর। শ্রীলঙ্কার বিপক্ষে সেই যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের পতাকাবাহীরা।

শ্রীলঙ্কাও টি-টোয়েন্টিতে নিজেদের পুরনো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন বুনছে। মূল পর্বে আসার আগে খুব ভালো করেই সেই জানান দিয়েছে দাসুন সানাকা বাহিনী। প্রস্তুতি ম্যাচে যেমনটা দেখিয়েছে; দেখিয়েছে প্রথম রাউন্ডেও। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড আর নামিবিয়াকে বুঝিয়ে দিয়েছে টি-টোয়েন্টিতে আবার রাজ করতে চায় জয়সুরিয়ার উত্তরসুরীরা।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান

সম্ভাব্য একাদশ (শ্রীলঙ্কা)

কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, মহেশ থেকশানা, লাহিরু কুমারা

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে