Dr. Neem on Daraz
Victory Day

বিপিএলে ডাক পেলেন মুমিনুল


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১১:২০ এএম
বিপিএলে ডাক পেলেন মুমিনুল

ঢাকাঃ বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল হক পরিচিত টেস্ট বিশেষজ্ঞ হিসেবে। সাদা বলের ক্রিকেটে তিনি অনিয়মিত। তবে লাল বলের ক্রিকেটে ভরসার আরেক নাম হয়ে ওঠেছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের সাবেক এই অধিনায়ক বিপিএলের সবশেষ দুই মৌসুমেও দল পাননি। তবে লম্বা বিরতির পর আবারও দেশীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

বিপিএলের এবারের আসরের খেলা অর্ধেকটা শেষ। টুর্নামেন্টের শুরুতে দল না পেলেও মাঝপথে এসে দল পেয়েছেন মুমিনুল। টাইগার এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর।

মুমিনুল সবশেষ বিপিএল খেলেছিলেন ২০২১-২২ সালে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সে মৌসুমে ৪ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার, করেছিলেন ৬৯ রান।

 বিপিএলে ৮২ ম্যাচ খেলেছেন টাইগার এই ব্যাটার। ৭১ ইনিবগসে তিনি করেছেন ১৩৬৪ রান। মুমিনুলের নামের পাশে আছে ৭টি ফিফটিও। দীর্ঘদিন পর মাঠে নামার সুযোগ পেয়ে এখন রঙিন পোশাকের ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন রাঙাতে পারেন কি না তাই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

যে কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিতে চান তাসকিন
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের বোলিং বিভাগের অন্যতম মূল অস্ত্র তাসকিন আহমেদ। টাইগার পেসারদের নেতা তিনি। কিন্তু এই স্পিডস্টার সাদা পোশাকে বাংলাদেশের হয়ে আর খেলতে চান না বলেই জানা গিয়েছিল।

দীর্ঘদিন ধরেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন। এই চোট নিয়ন্ত্রণ করেই লাল-সবুজ দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। একই কারণেই টাইগার এই স্পিডস্টারের টানা খেলা নিয়েও থাকে শঙ্কা, জানা গিয়েছিল এই চোটের কারণেই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিরতি নিতে চান তাসকিন।

এদিকে টেস্ট ক্রিকেট থেকে বিরতি চাওয়ার পর গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনও জানিয়েছেন একই কথা। কাঁধের চোটের কারণেই দীর্ঘ পরিসরের ক্রিকেটে আর খেলতে চান না তিনি। তাসকিন বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট।’ 

আর সার্জারি করাতে চান না বলেই ঝুঁকি নিতে রাজি নন তাসকিন। তিনি বলেন, ‘সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’ 

এ কারণেই টেস্ট ক্রিকেট খেলতে চান না বলে তিনি বোর্ডকে জানিয়েছেন বলেও জানান তাসকিন। টাইগার এই স্পিডস্টার বলেন, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’ 

তবে ভবিষ্যতে এই চোট থেকে মুক্তি পেলে আবার দীর্ঘ পরিসরের ক্রিকেটে তাঁর ফেরার আশা আছে বলেও জানিয়েছেন তিনি। তাসকিন বলেন,  ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে