Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

নিহত শিক্ষার্থী দুর্জয়ের ফেসবুক পোস্টে যা ছিল


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৮:৩৬ এএম
নিহত শিক্ষার্থী দুর্জয়ের ফেসবুক পোস্টে যা ছিল

নিহত দুর্জয়ের ফেসবুক অ্যাকাউন্টের ছবি

ঢাকাঃ ঠিক ততটা আঁধারে হারিয়ে যাবো, যতটা আঁধারে হারালে কেউ সন্ধান পাবে না-নিজের ফেসবুকে এমনই একটি অভিব্যক্তি প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন সোমবার (২৯ নভেম্বর) রাতে বাসচাপায় নিহত মাইনুদ্দিন ইসলাম দুর্জয়।

গত ২৯ জুন এই স্ট্যাটাসটি দিলেও তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরই অনেকে সেই স্ট্যাটাসে কমেন্টস করা শুরু করেন।

দুর্জয়ের বন্ধু তালিকায় থাকা আব্দুল আজিজ পাটোয়ারী লিখেন, এই কথাটা আজ সত্যি হলো।

জান্নাতুল মিষ্টি নামে আরেকজন লিখেন, সত্যি হারিয়ে গেল সমাজের কালো অন্ধকারে। মায়ের কোল থেকে চিরকালের দূরত্বে, বাবার সংস্পর্শের বাইরে। ভাই-বোনের থেকে অনেক দূরে বন্ধুদের মাঝে থেকেও হারিয়ে গেলে। এ দায়ভার কার? কবে বুঝব আমরা।

অর্ণব হাসান নামে একজন কমেন্টস করেন, ভাই তুই তো চলে গেলি সেখানে।

মেশকাত রিমা অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কমেন্টে জানান, ভাইরে সত্যিই চলে গেলা। আহমেদ সজিব নামে একজন লিখেন, ঠিকই হারিয়ে গেলো।

দুর্জয়ের ফেসবুকের বিভিন্ন পোস্টে দেখা গেছে, সে ছিল একজন দারুন ফুটবলপ্রেমী মানুষ।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে