Dr. Neem on Daraz
Victory Day

ইতিহাস একদিন অবশ্যই গাজার ইতিহাস লিখবে


আগামী নিউজ প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:২৮ পিএম
ইতিহাস একদিন অবশ্যই গাজার ইতিহাস লিখবে

ইতিহাস লিখবে যে মিশরে নীল নদ ছিল এবং গাজা তৃষ্ণায় মারা গিয়েছিল। ইতিহাস লিখবে যে সৌদি আরব এবং আমিরাত তেলের সমুদ্র ছিল যখন গাজায় হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের জন্য কোনও জ্বালানি ছিল না। ইতিহাস লিখবে যে মুসলমানদের ৫০ মিলিয়নেরও বেশি সৈন্য ছিল কিন্তু তারা গাজায় একজনও সৈন্য পাঠায়নি এবং গণহত্যা বন্ধ করেনি। ইতিহাস লিখবে যে গাজায় রুটি বা জল না থাকাকালীন নৃত্যের পার্টিতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল। ইতিহাস লিখবে যে তুরস্ক ইসলামের নাম প্রচুর ব্যবহার করেছিল, কিন্তু গাজায় গণহত্যা বন্ধ করেনি। ইতিহাস লিখবে যে ইসলামী জাতি শাসকদের দোষারোপ করেছিল, কিন্তু পেপসি এবং কোকা-কোলা পান করা বন্ধ করেনি বা শত্রুর পণ্য বর্জন করেনি। ইতিহাস লিখবে যে পশ্চিমারা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, যখন মুসলিমরা এবং তাদের পণ্ডিতরা ঘরে বসে বিড়ালের কারণে জাহান্নামে যাওয়া মহিলার বিষয়টি নিয়ে আলোচনা এবং পুনর্বিবেচনা করেছিল। তারা গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর বিষয়ে আলোচনা করেনি। গাজা এবং এর জনগণের ধ্বংসের পরে ইতিহাস তোমাদের সকল, শাসক এবং শাসিতদের প্রতি দয়া করবে না। কেয়ামতের দিন, সকলের জবাবদিহি করা হবে, এবং কেবল তখনই জানা যাবে কে জিতেছে।
 

সৌজন্যেঃ ফেসবুক পোস্ট
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে