 
                            ছবি: সংগৃহীত
এ ধরনীতে আছে কি এমন
আমার মত সাধু,
হাসপাতালকে নাই করে দেই
এমনি আমার যাদু।
তোমরা করছো টাকার হিসেব
ধারনা ভীষণ অল্প,
আমি দেখি শুধু টাকার খনি
বানাই বড় প্রকল্প।
টাকা হলো ভাই ধরার জিনিস
ক্যামনে ধরছি দেখো,
সমালোচনা পরে কোরো আগে
টাকা ধরাটা শেখো।
গরীবের টাকা, জনতার টাকা
এসব ভেবোনা ভাই,
টাকার কাছে চোখের জলের
কোন মূল্য নাই।
ঘাম ঝড়িয়ে তোমরা বলো তো
কত টাকাই বা পাও,
দেখোনা টাকায় চলছে আমার
ময়ুরপন্খী নাও।
ভালই আছি স্বাধীন দেশে
সবকিছু ঠিকঠাক !
আগে কি ছিলাম জানতে চাইছো ?
এখন ওসব থাক।
লেখকঃ সম্পাদক ভ্যানগার্ড ও শ্রমিক নেতা। (লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
আগামীনিউজ/সোহেল
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)