Dr. Neem on Daraz
Victory Day

বাংলায় টুইট করে শেখ হাসিনাকে মোদির ধন্যবাদ


আগামী নিউজ | সোশ্যাল মিডিয়া ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৪:৪৩ পিএম
বাংলায় টুইট করে শেখ হাসিনাকে মোদির ধন্যবাদ

ছবি: সংগৃহীত

দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। নরেন্দ্র মোদিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, ঢাকায় পৌঁছেই বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি টুইটটি করেন।

টুইটে তিনি লেখেন, ‘ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।’

এর আগে মোদির ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে থাকা অবস্থায়ই ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইট করা হয়; যাতে লেখা হয়, বিশেষ অভ্যর্থনায় শুরু হলো বিশেষ এই সফর।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে