Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বছরের প্রথম ‍‍‘সুপারমুন‍‍’


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৪:৩১ পিএম
বছরের প্রথম ‍‍‘সুপারমুন‍‍’

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চলতি বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে পৃথিবীর আকাশে। চাঁদ কক্ষপথ ঘুরে আজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে বলে জানিয়েছে নাসা।

নাসা এক বিবৃতিতে জানায়, রোববার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ। এ সময় চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের বিপরীতে। যা পৃথিবীর বুক থেকে অনেক বড় আকারে দেখা যাবে।  টানা ৩ দিন রাতের আকাশে দেখা দেবে এই চাঁদ।

নাসার তথ্য মতে, শনিবার (২৭ মার্চ) রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) রাত পর্যন্ত আকাশে দেখা যাবে এই সুপারমুন। এ বছরে ৪ বার ‘সুপারমুন’ দেখা যাবে। যা মার্চ থেকে জুনের মধ্যেই হবে।

আগামীনিউজ/নাসির