Dr. Neem on Daraz
international mother language day

অনৈতিক যৌনাচার : আস্থার সংকট হচ্ছে প্রকট !


আগামী নিউজ | আগামী ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৮:২৪ পিএম
অনৈতিক যৌনাচার : আস্থার সংকট হচ্ছে প্রকট !

ঢাকাঃ সাম্প্রতিক সমাজে অনৈতিক যৌনাচার ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। বাবা মেয়েকে, শিক্ষক ছাত্রীকে, এমনকি ভাই বোনকে এবং স্বামী-স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। কোথাও তা প্রকাশ পাচ্ছে কোথাও নীরবে এই অনৈতিক যৌনাচার আস্তে আস্তে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে। এমনকি অফিসের উদ্ধর্তনরা অধীনস্থদের নানা প্রলোভনে বা ভয়-ভীতি দেখিয়ে এই অনৈতিক যৌনাচারে লিপ্ত হচ্ছে। ধর্মীয় বা রাজনৈতিক অঙ্গনেও তা পরিলক্ষিত হচ্ছে। এই লক্ষণ মোটেও সুখকর নয়। এই অবস্থা সমাজে ডেকে আনছে চরম নৈতিক অবক্ষয়। যা দ্রুত প্রতিরোধ না করা গেলে সমাজ ধাপিত হবে আদিম যুগে।