Dr. Neem on Daraz
Victory Day

কেন মানব সমাজের এই অধঃপতন?


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ১১:২৪ পিএম
কেন মানব সমাজের এই অধঃপতন?

ঢাকাঃ মিথ্যা বলা এখন আর কেউ পাপ মনে করছেনা।ওজনে কম দেয়া, ভেজাল মিশিয়ে ঠকানো, মজুত করে অধিক মুনাফা, ঘুস,সুদ এসব কিছুই এখন রেওয়াজ। ধর্মের লেবাজে অধর্ম, রাজনীতির নামে অনেকেই করছে রাষ্ট্রীয় সম্পদ লুট। ন্যায়- অন্যায়, সত্য- মিথ্যা, আসল-নকল,পাপ- পুণ্য এসব মিলেমিশে একাকার! তথাকথিত আলেম সমাজ আর বুদ্ধিজীবীরা ওয়াজ নসিহত আর বুদ্ধি বিক্রিতে ব্যস্ত। জাতীয় এই চরম অধঃপতন নিয়ে কারও কোন মাথা ব্যাথা নেই। নীতিকথা এখন আর কেউ শুনতে চায়না, তাই বুঝি পাঠ্যপুস্তক থেকে তাও সরে গেছে! 
মানুষের সকল মৌলিক চাহিদাগুলো ইতিমধ্যেই বানিজ্যিক হয়ে গেছে, শ্রদ্ধা আর সম্মানের পেশাগুলো মানুষের কাছে এখন ঘৃণিত হয়ে যাচ্ছে,পারস্পরিক আস্থা মহাসংকটাপন্ন!! সবাই ব্যক্তি স্বার্থে ব্যস্ত। এ ভাবে সমাজ অনিরাপদ হয়ে গেলে কেউ যে আর নিরাপদ থাকবে না তা নিয়ে কি  চিন্তার করার সময় এখনো আসেনি?

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে