Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মা হারালেন শিক্ষামন্ত্রী দীপু মনি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২৩, ০২:৩৫ পিএম
মা হারালেন শিক্ষামন্ত্রী দীপু মনি

মায়ের রহিমা ওয়াদুদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

রহিমা ওয়াদুদ রাজধানীর লেকসার্কাস বালিকা বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসর নেন। তিনি ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। তারপর মরহুমার দাফন করা হবে বলে জানিয়েছে মন্ত্রীর দপ্তর।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে