Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৯


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০১:৫৫ পিএম
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৯

ঢাকাঃ রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৯ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ মার্চ) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২৬ হাজার ৮৫৫ পিস ইয়াবা, ৮ কেজি ৮০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম (৪০ পুরিয়া) হেরোইন ছাড়াও ৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি আইস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৩টি মামলা করা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে