Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মুগদায় পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ১০:৩০ এএম
মুগদায় পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকাঃ রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে ট্রাকের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) ভোরে ট্রাকে গ্যাস নেওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোর ৫টার দিকে বিশ্বরোডের মুগদা এলাকায় একটি সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে ট্রাকের হেলপার সাদ্দাম মারা যান। এছাড়া বিস্ফোরণে পাম্পের এক কর্মচারী আহত হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

বুইউ