Dr. Neem on Daraz
independent day of bangladesh

রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫০


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০১:২৩ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫০

ঢাকাঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩.৯৭ গ্রাম পুরিয়া হেরোইন, ১৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা হয়েছে।

বুইউ