Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৯


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:৪৮ পিএম
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৯

ঢাকাঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৮৫৮ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ওজনের ১১৫ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফারুক হোসেন।

বুইউ