Dr. Neem on Daraz
Victory Day

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১২:২৭ পিএম
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাঃ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’।

শনিবার সকালে হাসপাতাল থেকে একটি র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে গিয়ে সবাই মিলিত হন। সেখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আলীয়া শাহনাজ।

সভায় বক্তারা ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের নষ্ট হয়ে থাকা মেশিন সচল করার দাবি জানান।

পরে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক নাজমুল হক দ্রুতই এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের সবচেয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল।

এ সময় ঢাকা মেডিকেলের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার সিপ্তাসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে