Dr. Neem on Daraz
Victory Day

ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, ঢাকা প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:৪১ পিএম
ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

ঢাকাঃ রাজধানীতে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার খিলগাঁও থানায় একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলায় কালন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব কর্মকর্তা জানান, রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ মহিউদ্দিন জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে