Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৩:৪৯ পিএম
ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না এসআই সবুজের

ঢাকাঃ ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়ার (৩২)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শনিবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এসআই সবুজ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার এসআই মোহাম্মদ ফারুক মোল্লা জানান, নিহত সবুজ ডেমরা থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী যাওয়ার সময় আমতলা জুট মিলের সামনে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এসআইয়ের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা মেডিকেলে এসেছেন।

বুইউ