Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৭


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৮:২১ এএম
তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৭

ঢাকাঃ রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন। আর একজন যিনি এখনো বেঁচে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক।

সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মো. শরিফুল ইসলাম (৩২) মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

মারা যাওয়া অন্যরা হলেন গাজী মাজহারুল ইসলাম (৪৭)। তিনি গ্যারেজের মালিক ছিলেন। এছাড়া রিকশাচালক আল-আমিন (৩০), মো. মাসুম আলী (৩৫), মো. আলম (২৩), নূর হোসেন (৬০) ও শাহিন (২৬) মারা যান।

এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির দোকানও রয়েছে। সেই দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে