August
Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

শাহবাগে ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১২:৩০ পিএম
শাহবাগে ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত

ঢাকাঃ রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. মোহাইমিনুল ইসলাম সিফাত (২১) নামে বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।  

নিহতের বন্ধু ফুয়াদ জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় শাহবাগের গনি রোড সংলগ্ন শিক্ষা ভবনের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোহাইমিনুলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোহাইমিনুল ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার মো. হানিফ খন্দকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমবুইউ