Dr. Neem on Daraz
Victory Day

দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ মিতুর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০১:১৮ পিএম
দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ মিতুর মৃত্যু

ঢাকাঃ রাজধানীর আদাবরে একটি বাসায় দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশু মিতু আক্তার মারা গেছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন আট বছর বয়সী শিশুটি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিতুর শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় মিতুর ছোট ভাই বাপ্পীও দগ্ধ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

১৫ মার্চ সকালে আদাবরের একটি বাসায় মিতু ও তার ছোট ভাই বাপ্পিকে একটি কক্ষে আটকে রেখে আগুন ধরিয়ে দেন তাদের দুলাভাই। এতে শিশু দুটি দগ্ধ হন।

মারা যাওয়া মিতুর বাবার নাম বাবুল তালুকদার। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি গ্রামের কৃষিকাজ করেন। তার স্ত্রী ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। ঘটনার পর ঘাতক দুলাভাই আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহমেদ বলেন, গ্রেফতার আলাউদ্দিন দুই শিশুর গায়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। শিশু দুটির বোন ইসরাত জাহান মৌ তার দ্বিতীয় স্ত্রী। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া চলতো। স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে তিনি এমনটি করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে