Dr. Neem
Dr. Neem Hakim

তেজগাঁওয়ে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:০৪ পিএম
তেজগাঁওয়ে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে তেজগাঁওয়ের চ্যানেল টোয়েন্টিফোরের পাশের ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগামীনিউজ/বুরহান