Dr. Neem on Daraz
Victory Day

হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ৬


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১১:১৪ পিএম
হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ৬

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাস উল্টে গেছে। এ ঘটনায় ওই বাসের অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানায়, গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়।

ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের ওপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে উল্টে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে আহত কাউকে আমরা পাইনি। পুলিশ রেকার দিয়ে বাসটি সরিয়ে নিয়েছে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে