Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:২৭ পিএম
গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‍্যাবের অভিযান

ফাইল ফটো

ঢাকাঃ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল। র‌্যাবের গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।

শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসাইন জানান, আমরা অভিযান শুরু করেছি। অভিযানের বিষয়ে পরে জানানো হবে।