Dr. Neem on Daraz
Victory Day

৪০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৭:৪৮ পিএম
৪০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ৪০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন।

বুধবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, ২০ জুলাই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে এ পর্যন্ত ৪০২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৪ জন।

তিনি বলেন, এর মধ্যে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে। এই বিষয়ে আমরা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হবো, ডেঙ্গুতে তাদের মৃত্যু হয়েছে কিনা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে