Dr. Neem on Daraz
Victory Day

সাভারের দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন


আগামী নিউজ | হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৪:৪২ পিএম
সাভারের দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে মোট ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ঢাকা জেলার সাভার উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রও রয়েছে৷

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২ টার দিকে সাভার মডেল মসজিদসহ একযোগে ৫০টি মসজিদ ভার্চুয়্যেল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃষ্টিনন্দন এই মসজিদটি সাভারের রাজাখাল ফার্ম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পাশে কয়েক একর জায়গায় জুড়ে তৈরি করা হয়েছে।

তিনতলা বিশিষ্ট, শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদের প্রত্যক তলায় আলাদা আলাদা অজুখানা রয়েছে৷ সেই সাথে  সিসি টিভি ক্যামেরার আয়ওতাভুক্ত, দৃষ্টিনন্দন ঝাড়বাতি। এছাড়া নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। আরও আছে প্রতিবন্ধী এবাদত খানা, অটিজম কর্নার ও খাবারের ব্যবস্থা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে সাভার মডেল মসজিদে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মোঃ সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হাসান সরদার,সাভার উপজেলা চেয়ারম্যান মুঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভা মেয়র আব্দুল গণিসহ অনেকেই৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে