Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৬:০৭ পিএম
নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডে এন মল্লিক পরিবহণের নয়টি বাস ও অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে।

দুপুরে বিষয়টি  জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের যুগ্ম সহকারী পরিচালক হাফিজুর রহমান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘সকাল ১০টা ২৭ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। দুপুর ২টার দিকে আগুন নির্বাপণ করা হয়।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। আমরা শুনেছি, বাসস্ট্যান্ডের পাশের একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

আগামীনিউজ/সোহেল