Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

আলোচিত পথশিশু মারুফকে মিরপুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ১১:৩৩ এএম
আলোচিত পথশিশু মারুফকে মিরপুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আলোচিত পথশিশু মারুফকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। এরপর তাকে করোনা টেষ্ট করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

এর আগে ফেসবুকে ভাইরাল পথশিশু মারুফকে বৃহস্পতিবার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় দেখা যাচ্ছিল না। শিশুটির অবস্থান সম্পর্কে তার সঙ্গী পথশিশুরাও কিছু বলতে পারেনি।

গত সোমবার দুপুরে পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে এক সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তোলে এই পথশিশু।

আগামীনিউজ/সোহেল