 
                            প্রতীকী ছবি
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক নারী থানায় খবর দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবনের গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এসআই হারুন আরও জানান, পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, জমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো জমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি কর্তৃপক্ষ জানায়। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে তাদের।
তিনি জানান, মরদেহগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বুইউ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)