Dr. Neem on Daraz
Victory Day

যখন যেখানে লোডশেডিং আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৮:২৪ এএম
যখন যেখানে লোডশেডিং আজ

ঢাকাঃ দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

সেই ধারাবাহিকতায় রাজধানীতে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকেও শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে সে তালিকা জানিয়ে দিয়েছে।

তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকাতে এখন কোনো লোডশেডিং নেই। লোড কম বা বরাদ্দের ভিত্তিতে প্রয়োজনে লোডশেডিং হতে পারে। তাই হালনাগাদ তথ্য জানার জন্য ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

রাজধানীতে ডেসকো আওতাধীন কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে এখানে ক্লিক করুন

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে