Dr. Neem on Daraz
Victory Day

বনশ্রীতে উল্টে পড়ল তেলবাহী ট্রাক, চাপা পড়ে নিহত ১


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০২২, ১১:১১ পিএম
বনশ্রীতে উল্টে পড়ল তেলবাহী ট্রাক, চাপা পড়ে নিহত ১

ঢাকাঃ রাজধানীর বনশ্রীতে তেলবাহী একটি ট্রাক (ট্যাংকার) উল্টে গেছে। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।  

সোমবার (২৩ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বনশ্রী এ ব্লকের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক। 

তিনি বলেন, বনশ্রী এ ব্লকের মেইন রোডে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়ার সময় ট্রাকটির নিচে এক ব্যক্তি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় এখনো জানা যায়নি।

এসআই মো. ফারুক বলেন, আমরা ফায়ার সার্ভিসকে আসতে বলেছি, রেকার আনতেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও রেকার এলে গাড়িটি রাস্তা থেকে সরানো হবে। নিহতের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। আমরা ঘটনাস্থলে এসেছি। কাজ করছি, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দুর্ঘটনার শিকার ট্যাংকারের গায়ে উড়োজাহাজের জ্বালানি বহনের কথা লেখা রয়েছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিশ্চিত নই। তবে ট্যাংকারে লেখা আছে ‘জরুরি সরবরাহ বিমানের তেল নারায়ণগঞ্জ-ঢ০১০০৪৩’।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে