Dr. Neem on Daraz
Victory Day

মানুষের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত পথশিশু ফাউন্ডেশন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১১:১৪ পিএম
মানুষের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত পথশিশু ফাউন্ডেশন

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ স্বেচ্ছাসেবক ব্যক্তি কিংবা সংগঠনের নাম শুনলে রক্তে মাংসে গড়া অনেক মানুষই বিষয়টিকে নিতে পারেনা স্বাভাবিক ভাবে। যারা সংগঠন পরিচালনা করে কিংবা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে তাদের অনেকের নামের পাশে তকমা লাগে পাগল কিংবা সময় অপচয়কারী। তবে সমাজে বসবাসকারী অধিকাংশ মানুষ এসব স্বেচ্ছাসেবকদের ভালোবেসে বুকে টেনে নিতে দুবার ভাবে না। সে ভালোবাসা থেকে দেশে কয়েক লক্ষ স্বেচ্ছাসেবক সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোঁটাতে অক্লান্ত পরিশ্রম করছে কোন না কোন অরাজনৈতিক সংগঠনের হয়ে। সময়ের সাথে কাজের মাধ্যমে দেশজুড়ে সাড়া ফেলানো সংগঠনগুলোর মধ্যে একটি পথশিশু ফাউন্ডেশন।

আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ২০২০ সালের ৩০ মার্চ কয়েকজন তরুণের মাধ্যমে পথচলা শুরু হওয়া পথশিশু ফাউন্ডেশন ইতিমধ্যে দেশে ১৪টি শাখা দল গড়ে তুলেছে। পরিকল্পনা বাস্তবায়নে অবিরাম ছুটে চলায় দেশ ও দেশের বাহিরে অল্প সময়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে সংগঠনটি। ইতিমধ্যে শাখা দল ও কেন্দ্র থেকে একশো এর অধিক কর্মসূচী সম্পন্ন করেছে পথশিশু ফাউন্ডেশন। খাদ্যবিতরণ, নতুন পোষাক প্রদান, দিনমজুরদের মাঝে মৌসুমি ফল বিতরণ, আর্থিক সংকটে থাকা মানুষকে নিত্যপ্রয়োজনীয় বাজার করে দেওয়া,অসুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি নিত্য দিনের কর্মসূচী পথশিশু ফাউন্ডেশনের। পথশিশু ফাউন্ডেশনকে এগিয়ে নিতে শাখা দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দৃঢ় বিশ্বাস করেন পথশিশু ফাউন্ডেশনের জাতীয় ও আন্তর্জাতিক কমিটি সকল সদস্য। 

এ বিষয়ে পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় কমিটির সভাপতি নুরুল আলম নয়ন বলেন-প্রতিষ্ঠার পর থেকে কিছু মানুষের বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা আমরা নিয়মিত পেয়ে এসেছি। সময়ের সাথে সাথে এসব মানুষের সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে যেভাবে বেড়েছে সংগঠনের স্বেচ্ছাসেবকের সংখ্যা। আমাদের প্রতি বিশ্বাস ও ভরসার জায়গা থেকে যেসকল মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে কাজের মাধ্যমে তাদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্ঠা করেছি। তবে দেড় বছরের মাথায় যেটুকু পরিচিত তার নেপথ্যে আমাদের শাখাদল গুলো রয়েছে। কারন আমরা শুধু মাত্র রাজধানীতে কাজ করলে ফাউন্ডেশনের প্রচার  ও কাজের প্রসার এতদূত ছড়িয়ে যেত না। শাখা দলগুলোর মাধ্যমে সংগঠনটির নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে পথশিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রাজু (এএস) বলেন- নিরলস ভাবে কাজ করার ফলাফল দ্রুত পাওয়া যায়। আমাদের শাখাদল গুলো যেভাবে কাজ করছে তাদের কাজের মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে পথশিশু ফাউন্ডেশনের নাম। তাদের সুন্দর ও সাবলীল কর্মসূচী দেখে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। যার ফলে আমরা সর্বোপরি কৃতজ্ঞ পথশিশু ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকের প্রতি। 

পথশিশু ফাউন্ডেশন মেয়ে স্বেচ্ছাসেবকদের বিষয়ে যথেষ্ঠ সচেতন বলে মন্তব্য করেছেন পথশিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম। তিনি বলেন- সংগঠনের কাজ দেখে অনেকে সংগঠনের হয়ে কাজ করার জন্য আকৃষ্ট হচ্ছে। ইতিমধ্যে শাখা দলগুলোতে মেয়ে স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে আমরা সকলে সজাগ। আমরা বিশ্বাস করি যেভাবে ছেলে মেয়ে উভয়ে মিলে শাখাদলগুলোতে কাজ করছে খুব দ্রুত সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমরা আরও ভালো কিছু করতে পারবো। 

পথশিশু ফাউন্ডশনের কেন্দ্রীয় শাখা পরিচালনার দায়িত্বে রয়েছে মামুনুর রহমান মামুন ৷ এছাড়াও গাজীপুর শাখায়ঃ রাসেল নুর,গোলাপবাগ শাখায়ঃ কালাম আজাদ, কুষ্টিয়া শাখায়ঃ তৌহিদুর, বরিশাল শাখায়ঃ শ্রাবন, গফরগাঁও শাখায়ঃ শরিফুল, ভালুকা শাখায়ঃ মোস্তানসির ,গৌরিপুর শাখায়ঃ আমির হামজা জনি, রাজশাহী শাখায়ঃ মঈন আহমেদ রাজবাড়ী শাখায়ঃ মনোয়ার হোসেন, অষ্টগ্রাম শাখায়ঃ মোবারক, নরসিংদী শাখায়ঃ জাহিদ হাসান ইতি, চাঁদপুর শাখায়ঃ নিরব, কাউখালি শাখায়ঃ ইমরান হোসেন ৷ 

পথশিশু ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালনা সমন্বয়কের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম নয়ন, সংগঠন সাধারন সম্পাদক মোঃ রাজু (এএস), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম, অর্থ সম্পাদক মোঃ লিটন, সিনিয়র সহ সভাপতি মোঃ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ রাসেল,প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক সাকিব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে