Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে এক পশলা বৃষ্টি এনে দিলো স্বস্তি


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৯:০৯ পিএম
চট্টগ্রামে এক পশলা বৃষ্টি এনে দিলো স্বস্তি

ছবি: আগামী নিউজ

চট্টগ্রামঃ সারাদেশে গত কয়েকদিন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাব ও তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় অসহনীয় গরমের মধ্যে সোমবার (২৪ মে) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে এক পশলা বৃষ্টি এনে দিলো জনজীবনে স্বস্তি।

গত কয়েকদিন অসহনীয় গরমের কারনে চট্টগ্রামের বেশীরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড গুলোতে ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।

গত ৭৩ বছরের তাপমাত্রার রেকর্ড রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। সেই হিসাবে, এ পর্যন্ত ১৯৬০ সালের ৩০ এপ্রিলে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আর সর্বশেষ গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর রেকর্ড করে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের ইতিহাসে ১৯৭২ সালের ১৮ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের দুর্বিষহ গরমের মধ্যে আজ সন্ধ্যা এক পলশা বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা হলেও প্রশান্তি নেমে এসেছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতাল গুলোতে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে