Dr. Neem on Daraz
Victory Day

পশুর চ্যানেলে কার্গোডুবি, উদ্ধার ১২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১১:২৭ এএম
পশুর চ্যানেলে কার্গোডুবি, উদ্ধার ১২

ছবি: সংগৃহীত

ঢাকাঃ মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মোংলার বানিয়াশান্তা এলাকার পশুর নদীতে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। মোংলা থানার এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন

গতকাল রাতে পশুর নদীর হারবারিয়া থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিল কার্গোটি। এটি মোংলার বানিয়াশান্তা এলাকায় পৌঁছলে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় জাহাজে দায়িত্বরত সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন বলে জানান ,ডুবে যাওয়া কার্গোটির মাস্টার ওসমান।

মোংলা থানার এসআই জাহাঙ্গীর সাংবাদিকদের জানান ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে