Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ১০:৫৪ পিএম
করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু

ছবি; সংগৃহীত

ঢাকাঃ বিটিভির সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) সাবেক সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ড. মো. ওয়াজেদ আলী খান (৭২) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএমএসইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী রেহেনা বেগমও একই হাসপাতালে চিকিৎসাধীন। ড. ওয়াজেদ আলী খানের ভাই মো. লিয়াকত আলী খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পাঁচ ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার তার শরীরে জ্বর, ব্যথা, ঠাণ্ডাসহ করোনার উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ আসে। এরপর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বীর মুক্তিযোদ্ধা ড. মো. ওয়াজেদ আলী খানের পিতার নাম মৃত মো. আজমত আলী খান। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া খানপাড়া গ্রামে। চাকরি জীবনে বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ (পিএসসির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর