Dr. Neem on Daraz
Victory Day

পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২০, ১০:৩৬ এএম
পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা : করোনা মহামারির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে আবারো পাসপোর্ট আবেদন গ্রহণসহ সব কার্যক্রম চালুর ঘোষণা দিয়ে আদেশ জারি করেছে পাসপোর্ট অধিদপ্তর।

গতকাল বুধবার পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে ই-পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের নতুন করে আবেদন গ্রহণ, রি-ইস্যু কার্যক্রম অনতিবিলম্বে চালু হচ্ছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে সব নতুন আবেদনের কার্যক্রম বন্ধ রাখে পাসপোর্ট অধিদপ্তর। এর আগে গত ২২ মার্চ থেকে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত রয়েছে।

তবে ৩১ মে থেকে শুধুমাত্র সীমিত আকারে রি ইস্যু কার্যক্রম চালু রেখেছে পাসপোর্ট অধিদপ্তর।
 
আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর