Dr. Neem on Daraz
Victory Day

‘ময়ূরীর’ ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবেছে লঞ্চ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুন ২৯, ২০২০, ১২:১৯ পিএম
‘ময়ূরীর’ ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবেছে লঞ্চ

সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি ঢাকাগামী ‘মর্নিং বার্ড’। ‘ময়ূরী’ নামে আরেক লঞ্চের ধাক্কায় যানটি ডুবে যায় মুহূর্তেই।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অপারেটর মো. শাহদাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এদিকে খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে বলে জানা গেছে।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর