Dr. Neem on Daraz
Victory Day

ফার্মগেটে কাভার্ডভ্যান কেড়ে নিল পাঠাও চালকের প্রাণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১২, ২০২০, ০৮:২৮ এএম
ফার্মগেটে কাভার্ডভ্যান কেড়ে নিল পাঠাও চালকের প্রাণ

ছবি সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার বিজ্ঞান কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোস্তফা মোটরসাইকেলে একাই ছিলেন। তিনি মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট  বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কায় দেয় এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তফার খালাতো ভাই মো. ফয়েজ জানান, তাদের বাড়ি গাজীপুর টঙ্গীর মরকুন এলাকায়। মোস্তফা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর