Dr. Neem on Daraz
Victory Day

মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ১৩, ২০২১, ০৬:১১ পিএম
মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মৌসুমের প্রথম ঝড় আঘাত হেনেছে রাজধানীসহ ছয় জেলায়।

শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক পর প্রবল বেগে বাতাস বইতে থাকে। বৃষ্টি শুরুর আগে থেকেই ঝড় বা মেঘের গর্জন শোনা যাচ্ছিল। হঠাৎ এ প্রবল বাতাস ও বৃষ্টিতে যেন আচমকাই হোঁচট খায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। অফিসে যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় বৃষ্টির কবলে পড়ে আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে, অফিস কিংবা আবাসিক ভবনের বারান্দায়।

ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। 

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে ঝড় হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমের প্রথম ঝড় সাভারে আঘাত হানে। রাজধানীতে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর