Dr. Neem on Daraz
Victory Day

যথাযথ প্রক্রিয়ায় হারিছ ও আনিসের মুক্তি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:১৯ পিএম
যথাযথ প্রক্রিয়ায় হারিছ ও আনিসের মুক্তি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যথাযথ প্রক্রিয়া মাধ্যমেই সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ আহমেদ ও আনিস আহমেদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হারিছের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনো কেন রয়েছে সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটের ওয়ান্টেড হিসেবে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।” 

পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গোপনীয়তা ছিল না বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর