Dr. Neem
Dr. Neem Hakim

মারেফত


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ১১:৫৯ এএম
মারেফত

প্রতীকী ছবি

"মারেফত অর্থ হল পরিচয়। আমি যদি কারও পরিচয় না জানি তবে তাঁকে সম্মান করব কিভাবে? একজন নিম্নপদস্থ কর্মচারীর বস যদি তার সামনে দিয়ে যায়। তবে তাঁর চেনা না থাকলে সে উঠে দাঁড়াবে না, কারণ সে পরিচয় জানে না। ঠিক তেমনি মানুষ যদি তাঁর সৃষ্টিকর্তার পরিচয় না জানে, তবে তাঁর এবাদত কিভাবে করবে। শুধু এবাদত করলেই এবাদত হয় না। এতে এবাদতের মজা নেই। আল্লাহর পরিচয় জানার জন্যেই মারেফত। আল্লাহকে জানতে হবে তিনি ঠিক যেমনটি, তেমনভাবে। অর্থাৎ আল্লাহর আসল পরিচয়, তাঁর গুণাবলীর মাধ্যমে।"