Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

বৈষম্য


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২১, ১২:১৮ পিএম
বৈষম্য

ছবিঃ ড. নিম হাকিম

সব মানুষ এক মাপের নয়
প্রতিটি গাছও নয় সমান
সব দেশের আয়তন সমান না হলেও
আসলে পৃথিবী একটাই।

সব কবিতার ছন্দে মিল নেই
মিল নেই সব মানুষের কথায়
কালো, লম্বা দাড়ি, লম্বা চুল
আসলে মানুষ একটাই।

কেউ কালো কেউ ফর্সা
চিকন অথবা মোটা
কেউ কথা বলে কেউ বোবা
অনেকে হাঁটতে পারে অনেকে ল্যাংড়া
সবার শরীর একটাই।

সব ক্ষেত্রে বৈষম্য এমন কথা নেই
কারণ সবাই বাঁচার তাগিদে খায়
সবারই আশা-আকাঙ্ক্ষা-অনুভূতি আছে
আছে হাসি-কান্না, দুঃখ-বেদনা
মিল শুধু এক জায়গায়।

কেউ ভালো খায়, কেউ মন্দ
কারো শুধু দিনপথ চলে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে