Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় আরও ৮৯৫ মৃত্যু, শনাক্ত ১ লাখ ৩ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৯:৩১ এএম
বিশ্বে করোনায় আরও ৮৯৫ মৃত্যু, শনাক্ত ১ লাখ ৩ হাজার

ফাইল ছবি

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ লাখ ৩ হাজার ৯৭৭ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১৬ হাজার ৯১৯ জন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৪৭ হাজার ৯৫৯ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৬৭ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৮৮ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৬১৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৫৭১ জনের। আর মারা গেছেন ২৫৩ জন। এ নিয়ে জাপানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৮৯৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৬২২ জনের।

দৈনিক শনাক্তের হিসাবে জাপানের পরই রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনারোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন। এরপর দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকায় রয়েছে তাইওয়ান ১০ হাজার ৬৬৯ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ২২৭ জন, যুক্তরাষ্ট্র ৯ হাজার ১১১ জন, রাশিয়া ৪ হাজার ৭১৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে তালিকায় জাপানের পরই রয়েছে ফ্রান্স। একদিনে দেশটিতে মারা গেছেন ১৩৪ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ জনে। রাশিয়ায় এ পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ১১১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১০৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৯ হাজার ১৪৫ জনে।

এছাড়া একদিনে ব্রাজিলে ৫৩ জন, হংকংয়ে ৪৯ জন, রাশিয়ায় ৪১ জন, রোমানিয়ায় ৩৮ জন, কানাডায় ৩৮ জন, দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, তাইওয়ানে ২৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে